রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পুলিশি কাজে সহযোগিতায় থানায় আ.লীগ নেতার ভ্যান উপহার 

বরগুনা প্রতিনিধি

পুলিশি কাজে সহযোগিতায় থানায় আ.লীগ নেতার ভ্যান উপহার 

বরগুনা সদর থানায় পুলিশ সদস্যদের কাজে সহযোগিতা ও দ্রুত গতির জন্য পুলিশভ্যান (লেগুনা) উপহার দিয়েছেন আ.লীগ নেতা এসএম মশিউর রহমান শিহাব। জনসাধারণের দোড় গোড়ায় দ্রুত পুলিশের সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেন তিনি। 

গত সোমবার রাতে বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমানের হাতে তিনি দ্রুত গতির একটি পুলিশ ভ্যানের চাবি তুলে দেন।

মশিউর রহমান শিহাব বলেন, বরগুনা সদর উপজেলার জনসাধারণের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে দ্রুত পুলিশের সেবা পেতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভ্যানটি উপহার দেয়া হয়েছে।

বরগুনা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, মাত্র দুটি পুলিশ পিকআপ দিয়ে আমাদের বরগুনা সদরের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। অনেক সময় দুটি ভ্যান দিয়ে দ্রুত সেবা দেয়া অসম্ভব হয়ে যায়। পুলিশি কাজে সহযোগিতার জন্যে উপহার দেয়া ভ্যানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিএইচ